সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নবী করীম (সাঃ) এর নামায আদায়ের পদ্ধতি। [ANDROID APP & BOOK FREE DOWNLOAD]

বিসমিল্লাহির   রাহমানির   রাহিম যাবতীয়   প্রশংসা   একমাত্র   আল্লাহর   এবং ন রূদ   ও   ছালাম   বর্ষিত   হোক   তাঁর   বান্দাহ   ও   তাঁর   রাসূল   মুহাম্মদ   সাল্লাল্লাহু  ‘ আলাইহি ওয়াসাল্লাম  ,  তাঁর   পরিবার - পরিজন   এবং   সাহাবাগণের   প্রতি। আমি   প্রত্যেক   মুসলমান   নারী   ও   পুরুষের   উদ্দেশ্যে   নবী   করীম   সাল্লাল্লাহু  ‘ আলাইহি   ওয়াসাল্লাম   এর   নামায   আদায়ের   পদ্ধতি সম্পর্কে   সংক্ষিপ্তাকারে   বর্ণনা   করতে   ইচ্ছা   করছি।   এর   উদ্দেশ্য   হলো   যে ,  যাঁরা   এপসটি   লোড   করবেন   তাঁরা   যেন   প্রত্যেকেই ( নারী / পুরুষ )  নামায   পড়ার   বিষয়ে   নবী   করীম   সাল্লাল্লাহু  ‘ আলাইহি   ওয়াসাল্লাম   এর   অনুসরণ   করতে   পারেন।   মনে   রাখতে   হবে   এখানে যে   পদ্ধতির   কতা   বলা   হবে   তা   নারী / পুরুষ   সবার   জন্য   একি   নিয়ম।কারন   রাসুল  ( সঃ )  নারী / পুরুষের   জন্য   আলাদা   কোন   পদ্ধতি   বলে জাননি।তবে   নারীদের   নামাজর   ক্ষেত্রে   যে   ভিন্যতা   আছে   তা   কেবলমাত্র   তাদের   সতর   এবং   ইমামতি   ও   ভুল   সংশুধনের   ক্ষেত্রে   আছে।বাদ   বাকি   সব   পদ
সাম্প্রতিক পোস্টগুলি

লজ্জাশীলতা (পর্ব-2)

লজ্জা ঈমানের অঙ্গ ৷ যার লজ্জা নেই সে যা ইচ্ছা করতে পারে ৷ আর লজ্জা মানুষকে প্রকৃত মানুষরুপে গড়ে তোলে ৷ এই পর্বে লজ্জা সম্পর্কে তিনটি হাদিস উল্লেখ করছি, আশা করি আমি আপনি উভয়ই গুরুত্ব দিবো ইন শা আল্লাহ ৷ ↴ আবু উমামা (রা) রাসুল (সা:) হতে বর্ণনা করেন, তিনি বলেন, ‘লজ্জা ও অল্প কথা বলা ঈমানের দুটি শাখা ৷ আর অশ্লীলতা ও বাকপটুতা (বাচালতা) মুনাফিকীর দুটি শাখা ’[1] ↴ যায়েদ ইবনু তালহা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, ‘প্রত্যেক দ্বীনের একটি বিশেষ স্বভাব আছে ৷ আর দ্বীন ইসলামের বিশেষ স্বভাব হল লজ্জাশীলতা’[2] ↴ ইমরান ইবনু হুছাইন (রা) হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, ‘লজ্জাশীলতা পুণ্য ও কল্যান ব্যতীত কিছুই আনয়ন করেনা’ ৷ অন্য বর্ণনায় আছে, ‘লজ্জার সর্বাংশই উত্তম’[3] ↠আল্লাহ আমাদের সঠিক পথ দেখাও(আমিন) [1]তিরমিযী হাদিস নং 2027, মিশকাত 4796 [2]ছহীহ আত-তারগীব হা/2632, মিশকাত 5090 [3]বুখারী ,মুসলিম,মিশকাত হা/5071 {গ্রন্থ:উপদেশ-শায়খ আব্দুর রাজ্জাক}

লজ্জাশীলতা (প্রথম পর্ব)

লজ্জা ঈমানের অঙ্গ ৷ যার লজ্জা নেই সে যা ইচ্ছা করতে পারে ৷ আর লজ্জা মানুষকে প্রকৃত মানুষরুপে গড়ে তোলে ৷ এই পর্বে লজ্জা সম্পর্কে দুটি হাদিস উল্লেখ করছি, আশা করি আমি আপনি উভয়ই গুরুত্ব দিবো ইন শা আল্লাহ ৷ [হাদিস-1]::-- আবু হুরায়রা (রা) হতে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সা:) বলেছেন, ‘ঈমানের সত্তরের অধিক শাখা- প্রশাখা রয়েছে ৷ তার মধ্যে সর্বোত্তম হল ‘আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্য নেই’ একথা বলা এবং সর্বনিম্ন স্তর হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো ৷ আর লজ্জা হল ঈমানের একটি শাখা ৷ [1] [হাদিস-2]:::--- ইবনু ওমর (রা) হতে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সা:) বলেছেন, লজ্জা এবং ঈমান অঙ্গাঙ্গীভাবে জড়িত ৷ সুতরাং এর একটি তুলে নেওয়া হলে অপরটিও তুলে নেওয়া হয় ৷ আব্দুল্লাহ ইবনু আব্বাস (রা) এর এক বর্ণনায় আছে, যখন উভয়ের কোন একটি ছিনিয়ে নেয়া হয় তখন অপরটিও তার পশ্চাতে অনুগমন করে [2] [1]বুখারী, মুসলিম, মিশকাত হা/5, ঈমান অধ্যায় [2]বায়হাকী, হাকিম, ছহীহ আত-তারগীব হা/2636, মিশকাত হা/5093 {গ্রন্থ:উপদেশ -আব্দুর রাজ্জাক বিন ইউসুফ}

Bangla Waz ASHURA BY SHEIKH MOTIUR RAHMAN MADANI with JANNATERCABI.COM

বাংলা ওয়াজ (মাওলানা মুতিউর রহমান মাদানী)

আমাদের প্রচেষ্টা ইসলামের আলো ঘরে ঘরে পোঁছানো।

Bangla Lectures With Sheikh Mutiur Rahaman.

আমাদের প্রচেষ্টা ইসলামের আলো ঘরে ঘরে পোঁছানো।